কাবুলে ধর্মীয় জনসভায় আত্মঘাতী বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৮

Spread the love
বিশেষ প্রতিনিধি,
এক ধর্মীয় জনসভায় বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ৮ জনের ৷ ধর্মীয় জনসভাটিতে প্রায় ২০০০ জন মৌলনা বা ইসলাম ধর্মগুরু ছিলেন ৷ তাদের মধ্যে অনেকেই পালাতে সক্ষম হন ৷ তবে বিস্ফোরণের একদম কাছে থাকা ব্যক্তিরা প্রাণ হারান ৷
স্পুটনিক নিউজ এজেন্সি জানাচ্ছে, ওই বিশ্ববিদ্যালয়ের কাছে ধর্মগুরুরা শান্তি ফিরিয়ে আনার উদ্দ্যেশ্যে ফতোয়া জারি করতে জড়ো হয়েছিলেন ৷ তাঁদের বার্তা ছিল আত্মঘাতী বিস্ফোরণ বন্ধ করতে হবে ৷ স্বাভাবিক সুস্থ জীবন ফিরিয়ে আনতে হবে আফগানিস্তানে ৷ তারই জবাবে এই বিস্ফোরণ বলে মনে করছেন অনেকে ৷ কাবুলের একটি পলিটেকনিক কলেজের কাছেই এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটে ৷
কাবুল পুলিশের এক মুখপাত্র হাসমাত স্তানেকজাই এই বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছেন ৷ তবে বিস্ফোরণ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সরকারি ভাবে এখনও প্রকাশ করা হয়নি ৷ প্রত্যক্ষদর্শীদের মতে যখন ওই ফতোয়া জারির অনুষ্ঠান শেষে সবাই ফিরতে উদ্যত ছিলেন, তখনই বিস্ফোরণ ঘটে ৷ এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*