নির্বাচনের আবহেই আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল৷ মৃত হল ১৫ জনের৷ গুরুতর আহত ২৫৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা৷ মৃত ১৫ জনের মধ্যে ১০ জন ভোটের নিরাপত্তায় থাকা পুলিশকর্মী৷
আফগানিস্তানে সংসদীয় নির্বাচন চলছে৷ কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা দেশে৷ তা সত্ত্বেও রোখা গেল না হিংসা৷ শনিবার কাবুলে নির্বাচন চলাকালীনই বিস্ফোরণ ঘটে৷ এ বারের নির্বাচনে ২৫০ সংসদীয় আসনের জন্য আড়াই হাজারের বেশি প্রার্থী লড়াই করছেন, যাঁদের মধ্যে মহিলাও রয়েছে অনেক৷
২০১৫ সালে আগের সংসদের মেয়াদ শেষ হওয়ার পরপরই নতুন নির্বাচন হওয়ার কথা থাকলেও ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিতর্ক ও যুদ্ধ পরিস্থিতির কারণে তা করা যায়নি। প্রায় ৯০ লক্ষ ভোটার এ বারের নির্বাচনে তাঁদের রায় জানানোর সুযোগ পাচ্ছেন। যদিও তালিবান হুমকির কারণে ভোট পড়ার হার কম হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
Be the first to comment