পশ্চিম কাবুলের একটি স্কুলের কাছে একাধিক বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল কমপক্ষে ৭ স্কুল পড়ুয়ার ৷ যদিও অসমর্থিত সূত্রের দাবি, সংখ্যা অন্ততপক্ষে ২০ ৷ মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, মঙ্গলবার সকালে স্বল্প সময়ের ব্যবধানে পশ্চিম কাবুলের ওই অঞ্চলে একাধিক বিস্ফোরণ ঘটে ৷
শিয়া হাজারা সম্প্রদায়ের মুসলিমরাই আক্রমণের লক্ষ্য ছিল বলে জানানো হয়েছে কাবুল পুলিশের তরফে ৷ দীর্ঘদিন ধরেই ইসলামিক স্টেট-সহ সুন্নি সম্প্রদায়ভুক্ত বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর নিশানায় পশ্চিম কাবুলের হাজারা সম্প্রদায় ৷ মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনা তারই ফলশ্রুতি ৷ বিস্ফোরণে নিহত প্রায় সকলেই শিয়া সম্প্রদায়ের বলেই প্রাথমিক ধারণা ৷
যদিও কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি ৷ মার্কিন সেনা প্রত্যর্পণের পর ২০২১ অগস্টে ফের তালিবান শাসন শুরু হয়েছে আফগানিস্তানে ৷ আর মসনদে বসে তালিবান সরকার দাবি করেছে, আফগানিস্তান তাদের শাসনে সুরক্ষিত। অথচ আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি সন্ত্রাসবাদ পুনরুথ্থানের ঝুঁকি রয়েই গিয়েছে কাবুলিওয়ালের দেশে ৷ এমনকী তালিবান শাসনভার গ্রহণের পর ইসলামিক স্টেট বেশ কিছু বড় বড় হামলার দায় স্বীকার করেছে আফগানিস্তানে ৷
Be the first to comment