বাংলায় ভোট গণনার প্রবণতা তৃণমূল কংগ্রেসের দিকেই। এখনওপর্যন্ত ২১১ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে ৭৯ আসনে। চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই তৃণমূল কংগ্রেসের জয় একপ্রকার মেনেই নিলেন বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।
বিজেপি নেতা বলেন, যা ট্রেন্ড তাতে মানুষ মমতাজিকে ফের মুখ্য়মন্ত্রী হিসেবে দেখতে চান। সন্ধে পর্যন্ত দেখব। ফল যা আশা করেছিলাম তা হবে বলে মনে হচ্ছে না। তার পরেও বলব আমরা অনেকটা উন্নতি করেছি। গত বিধানসভা আমাদের ৩টি আসন ছিল। সেই ৩ থেকে আমরা কতটা আসন বাড়াতে পারব তা সন্ধে পর্যন্ত বোঝা যাবে।
নিজের আসনে পিছিয়ে রয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তবে তিনিও তৃণমূলের এই ফলকে একপ্রকার মেনেই নিলেন। বাবুল সুপ্রিয় বলেন, মানুষ এটাই চাইছে। তারা চায় পুকুর ভরাট করে ফ্ল্যাট হোক। বস্তিতেই থাকবে। গুন্ডারা পাড়ায় পাড়ায় তোলাবাজি করুক। বাড়ির বারান্দা বানাতে গেলেও সিন্ডিকেট থেকে সিমেন্ট কিনতে হবে, নাহলে বানাতে পারবে না। এটা মানুষ চাইলে তা মেনে নিতেই হবে।
Be the first to comment