তাজ বেঙ্গলে সভা। উপস্থিত বাংলার শিল্প বানিজ্য জগতের বেশ কিছু ব্যক্তি। বিষয়বস্তু “How to rejuvenate West Bengal Again”। বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির দুই শীর্ষ নেতা। ছিলেন কেন্দ্রীয় জলশক্তি বিষয়ক মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং বিজেপির সর্ব ভারতীয় সাধারন সম্পাদক তথা এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। রাজস্থানের ভূমিপুত্র কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াতের মুখে বাংলার প্রশংসা। বললেন, বাংলার মাটি বহু বিখ্যাত ব্যক্তিত্বের জন্ম দিয়েছে। তাই দেশের লোক গর্বের সঙ্গে বাংলার কথা স্মরণ করে। কিন্তু সেটা অতীত। একসময় অর্থনৈতিক রাজধানীও ছিল বাংলা কিন্তু সাতাত্তরে যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হন তারপরও কিছুদিন ঠিক ছিল। আশির দশকের শেষ থেকে শুরু হয় অবনমন। তারপর থেকে বাংলা ক্রমাগত পিছতেই থাকে।
বাম আমলের ক্যাডাররাজ ও অরাজকতার নিন্দা করেন তিনি। বলেন, একসময় বাংলা ছিল প্রতিবাদের জায়গা। বিশ্বের যেকোনো জায়গায় অন্যায়, অত্যাচার, বৈষম্য দেখা দিলে সেখান থেকেই প্রতিবাদের ঝড় উঠতো। ভিয়েতনামের যুদ্ধের সময় বাংলা থেকেই স্লোগান ওঠে আমার নাম, তোমার নাম; ভিয়েতনাম-ভিয়েতনাম। সেই বাংলায় এখন নিজের জায়গায় অত্যাচার হলেও আওয়াজ ওঠে না । তবে বাংলাকে আমরা আবার সোনার বাংলা বানাবো। বাংলার পুনর্জীবন বা নবজীবনের রাস্তা খুলছে। মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। রাজনীতির রং না দেখে উন্নয়নই বিজেপির লক্ষ্য। আপনাদের সামনে এটুকুই বলতে চাই বাংলায় পরিবর্তন হবে, বদল অবশ্যম্ভাবী। আমি দেওয়ালের লিখন দেখতে পাচ্ছি বাংলা বদলাবে। আপনারা সবাই এই পরিবর্তনের অংশীদার হন।
এক প্রশ্নের জবাবে শেখাওয়াত বলেন, নদীর তীরে সভ্যতার বিকাশ হয়, আর সমুদ্রের তীরে হয় শিল্পের বিকাশ। বাংলায় নদী, সমুদ্র দুই আছে। আছে অতিরিক্ত বিদ্যুৎ। বাংলার কাঁচামাল এবং মানবসম্পদ অত্যন্ত উৎকৃষ্টমানের। শুধু ইকো সিস্টেমের অভাব আছে, সেটা আমরা ফিরিয়ে আনবো। শিল্প পুনর্জীবনে রাজনৈতিক ইচ্ছা শক্তির প্রয়োজন। মোদীজির নেতৃত্বে তা হবে, আবার সোনার বাংলা গড়ে উঠবে। শেখাওয়াত তাঁর বক্তব্যে মমতা সরকারের তীব্র বিরোধিতা করেন।
অপর বক্তা কৈলাস বিজয়বর্গীয় বাংলার উর্বর ভূমি ও শিল্প সম্ভাবনার কথা তুলে ধরেন। বাংলার খ্যাতনামা মানুষদের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলা তার সুনাম হারিয়েছে। আমাদের বহিরাগত বলে। প্রধানমন্ত্রী, অমিতজি, নাড্ডাজিকেও বহিরাগত বলে। মুখ্যমন্ত্রীর কি আত্মবিশ্বাস কমে গেছে? তিনি কি হতাশাগ্রস্ত? সোনার বাংলা কয়লার বাংলায় পরিণত হয়েছে। কাটমানি, সিন্ডিকেট, মাফিয়া রাজ বাংলার সর্বত্র। তবে আমরা নিরাশাবাদী নই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাকে আমরা সোনার বাংলা বানাবো, বাংলা আবার দেশের মধ্যে এক নম্বরে হতে পারে। এখানে কি নেই? পাহাড় থেকে সাগর, চা থেকে পাটশিল্প প্রচুর সম্ভাবনা। শুধু রাজনৈতিক সদিচ্ছার অভাব। সীমান্তবর্তী রাজ্য দেশের জন্য এই রাজ্য খুব গুরুত্বপূর্ণ। আমি কথা দিচ্ছি বদল হবেই। বিজেপি একুশে বাংলায় সরকার গঠন করবে। বাংলা পাবে নবজীবন। শিল্প হবে পুনরুজ্জীবিত। বাংলার মানুষের বেকার সমস্যা দূর হবে, কর্মসংস্থানে জোয়ার আসবে।
অনুষ্ঠানের সঞ্চালনায় বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বিশেষ দক্ষতার পরিচয় দেন।
Be the first to comment