পুরভোটে দলনেত্রীকে সেরা উপহার! মমতার ব্যবধানকে টপকে গেলেন ভ্রাতৃবধূ কাজরী

Spread the love

বিধানসভার পর পুরভোটেও সবুজ ঝড়। ভোটের ফলাফলে স্বাভাবিকভাবেই আপ্লুত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই নির্বাচনে দলনেত্রীকে সেরা উপহার দিলেন তাঁর ভ্রাতৃবধূ তথা ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়। জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি ব্যবধানে।

কাজরীদেবীর ছোট থেকে বড় হওয়া রাজনৈতিক ঘরানায়। তবে তাঁর বাপের বাড়ি সম্পূর্ণভাবে বামপন্থী পরিবার। এদিকে বিবাহসূত্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যা। তৃণমূল সুপ্রিমোর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরীদেবী। তবে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্য হওয়ায় দূর থেকে তৃণমূলের হয়ে কাজ করলেও এর আগে কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তিনি করেননি। ২০২১ সালের পুরনির্বাচনে সেই কাজরীকেই প্রার্থী করেছেন মমতা। তাঁকে ভরসা করে দায়িত্ব দিয়েছেন ৭৩ নম্বর ওয়ার্ডের।

ভোটের আগে ভ্রাতৃবধূ কাজরীকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমার থেকেও বেশি ব্যবধানে জিতে এলে সেটাই হবে আমার উপহার।” প্রথমবার নির্বাচনে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই উপহার দিতে সক্ষম হয়েছেন কাজরী। ৭৩ নম্বর ওয়ার্ডে তাঁর প্রাপ্ত ভোট ৯০৬৭। জয়ের ব্যবধান ৬৪৯৩। ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে ৭৩ নম্বর ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন ৫৮০০ ভোটে।

উল্লেখ্য, শুধু কাজরী বন্দ্যোপাধ্যায়ের জয়ই নয়, পুরসভার ভোটে প্রত্যাশামতোই বিপুল ব্যবধানে জিতেছেন তৃণমূলের প্রার্থীরা। ফলে ফের নতুন পুরবোর্ড গড়বে শাসক শিবির। মঙ্গলবার বেলা গড়াতেই এই ফলাফলের ট্রেন্ড স্পষ্ট হয়ে যায়। হেভিওয়েট প্রার্থী – দেবাশিস কুমার, মালা সাহা, ফিরহাদ হাকিমরা জিততেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন দলের কর্মী-সমর্থকরা। দলীয় পতাকা, সবুজ আবির, ফুল-মালা নিয়ে শুরু হয়ে যায় বিজয়োৎসব। পুনরায় ভরসা করার জন্য এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা জানান কলকাতাবাসীকে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*