কাজিপাড়ার বুকে আইইডি বিস্ফোরণের ক্ষত। পুজোর মুখে কাজিপাড়া ঘোর চিন্তায়। পাড়ার একমাত্র পুজোটা এবার হবে তো?
গত মঙ্গলবার, তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে নাগেরবাজারের কাজিপাড়া। এই বিস্ফোরণের জেরে কাজিপাড়ার পুজোর আকাশেও কালো মেঘ। এ পাড়ায় একটাই দুর্গাপুজো। এবার পুজোর উনসত্তরে পা। সেই অগাস্ট থেকে মণ্ডপ তৈরির কাজ শুরু হয়েছে। শিল্পীর সঙ্গে হাত লাগিয়েছিলেন আর্ট কলেজের পড়ুয়ারাও। ছিলেন বেশ কয়েকজন কর্মীও। মণ্ডপের কাজ অর্ধেক শেষ। কিন্তু, বাকিটা কীভাবে হবে, তা ভেবেই উদ্যোক্তাদের রাতের ঘুম উড়েছে। কারণ, বিস্ফোরণের পর থেকে শিল্পী থেকে মণ্ডপ কর্মী, আতঙ্কে কেউই আর কাজিপাড়ার দিকে পা বাড়াচ্ছেন না। উদ্যোক্তারা আশ্বাস্ত করার চেষ্টা করছেন। কিন্তু, তাতে লাভ হয়নি।
দুর্গা যেন অসুরের মতো দূষণ-অসুরকেও বধ করে। যাতে কলকাতার আকাশ আবার ফিরে পায় পাখিদের কিচিরমিচির…ফিরে পায়, সেই যে হলুদ পাখি। এই ভাবনাই এবারের ফুটিয়ে তোলার পরিকল্পনা ছিল কাজিপাড়ার পুজোয়। সেই মতো এগোচ্ছিল কাজ। কিন্তু, মাঝপথে সব তালগোল পাকিয়ে গেল। উদ্যোক্তাদের অবশ্য দাবি, প্রয়োজনে বাকি কাজ তাঁরাই সবাই মিলে হাত লাগিয়ে সম্পূর্ণ করবেন। কিন্তু, পুজো হবেই। কাজিপাড়া হাল ছাড়ছে না।
Be the first to comment