বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাংলায় বাড়ছে বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের আনাগোণা৷ আর তাকে কেন্দ্র করেই বিজেপি- তৃণমূলের মধ্যে চলছে কটাক্ষ আর পাল্টা কটাক্ষ৷ বহিরাগত তত্ত্বের পর এবার বিজেপি-র বিরুদ্ধে নতুন আক্রমণ শানাল তৃণমূল৷
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এ দিন রাজ্য বিজেপি-কে আক্রমণ করে বলেন, ‘রাজ্য বিজেপি এখন তিন ভাগে বিভক্ত৷ আদি, নব্য এবং পর্যটক৷ পর্যটক বিজেপি নেতাদের ভিড় বাড়ছে রাজ্যে৷’
এ দিনই বিজেপি সভাপতি জে পি নাড্ডা ফের একবার রাজ্য সফরে এসেছেন৷ পূর্ব বর্ধমানে মূলত কৃষকদের সঙ্গে জনসংযোগ সারবেন তিনি৷ কৃষক পরিবারে মধ্যাহ্নভোজও সারার কথা তাঁর৷ এই কর্মসূচিকেও কটাক্ষ করেছে তৃণমূল৷
কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘জাত, ধর্ম তুলে মানুষের বাড়িতে গিয়ে খাওয়ার নামে প্রচার করছে৷ জাত, পাত, ধর্মের ভিত্তিতে যার বাড়িতে গিয়ে বিজেপি নেতারা খাচ্ছেন, প্রকারন্তরে সেই মানুষটিকেই অপমান করছেন তাঁরা৷ ‘
তৃণমূলের এই আক্রমণের জবাব দিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়৷ তিনি বলেন, ‘তৃণমূল আগে নিজেদের নীতি ঠিক করুক৷ তারা এখানে কংগ্রেস, সিপিএমের বিরোধিতা করছে আর দিল্লিতে গিয়ে তাদের সঙ্গেই হাত মেলাচ্ছে৷ ‘
এতদিন কেন্দ্রের বিজেপি নেতাদের বহিরাগত বলে আক্রমণ শানাচ্ছিল তৃণমূল৷ পাশাপাশি গেরুয়া শিবিরে তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি-তে আদি-নব্য শিবিরের বিভাজনকেও উস্কে দিতে চেয়েছে শাসক দল৷ এবার রাজ্য বিজেপি-কে তিন ভাগে ভাগ করে নতুন কটাক্ষ শুরু করল তৃণমূল নেতৃত্ব৷
Be the first to comment