মঙ্গলবার সংসদ শুরুর আগেই ছবিটা স্পষ্ট হয়ে গেছিল। প্রথম দিনই সরকার পক্ষের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছিল তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধীরা। সেই ধারা বজায় থাকল দ্বিতীয় দিনেও। প্রথম দিন চিটফান্ড ইস্যুতে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে আক্রমণ করেছিল বিজেপির দুই সাংসদ। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার দূষণ নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদরা।
সোমবার অধ্যক্ষের চেয়ারে বসে তৃণমূলের কাকলি ঘোষদস্তিদার বক্তব্য পেশ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়কে। বেশ কিছুটা সময় স্পিকারের চেয়ারে বসে লকেটের আক্রমণ শুনতে হয়েছিল তাঁকে। আর আজ সরকারকে আক্রমণ করার ক্ষেত্রে কার্যত নেতৃত্বের ভূমিকায় দেখা গেল সেই কাকলিকে। আজ দিল্লিতে বায়ু দূষণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তৃণমূল সাংসদরা।
তিনবারের সাংসদ কাকলি আজ তাঁর ভাষণে দাবি করেন, বিশ্বের সব থেকে ‘দূষিত’ দশটি শহরের মধ্যে ৯টি ভারতের। এই তথ্য তুলে তাঁর মন্তব্য, দিল্লির পরিবেশ অত্যন্ত দূষিত। বায়ু দূষণের জেরে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এরপরই নরেন্দ্র মোদী ও অমিত শাহকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু, স্বচ্ছ হাওয়া মিশন চালু করা উচিত। দিল্লিতে আমরা শুদ্ধ-ভালো হাওয়া নিতে পারি না। প্রতীকী প্রতিবাদ হিসেবে আজ সংসদে ঢোকার সময় মুখে মাস্ক পরে আসেন কাকলি। এমনকি, লোকসভায় বক্তব্য পেশ করার সময়ও মাস্ক পরে ছিলেন কাকলি।
আজ লোকসভায় কংগ্রেস সদস্য মণীশ তেওয়ারি বা সরকার পক্ষের তরফে পিনাকী মিশ্রও দিল্লির দূষণ নিয়ে মুখ খোলেন। পরিস্থিতি যে ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সেই আশঙ্কার কথা তুলে ধরেন তাঁরা।
শুনুন!
Be the first to comment