রাজ্যের উন্নয়নের সাতকাহন তুলে ধরে কেন্দ্র ও বিজেপিকে বিঁধলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার। বুধবার তৃণমূল কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মলনে তৃণমূল সাংসদ বলেন করোনা অতিমারীর সময়েও রাজ্যর উন্নয়ন ধরে রেখেছে রাজ্য সরকার। গোটা দেশের আর্থিক পরিস্থিতি বর্তমানে বেহাল। এরকম এক অবস্থায় রাজ্যে ৪৩ শতাংশ বেশি কাজের সুযোগ বৃদ্ধি করতে পেরেছে রাজ্যে।
রাজ্যের জল ধর, জল ভর কর্মসূচির কথা টেনে কাকলি ঘোষদস্তিদার বলেন, যেখানে জলের পরিস্থিতি খারাপ সেখানে ওই প্রকল্প চালু করে জলের সমস্য়া অনেকটাই সমাধান করেছে সরকার। ৭৭ লাখ কৃষক এই প্রকল্পে উপকৃত হয়েছেন। এতে কাজের সুযোগ পেয়েছেন জব কার্ডধারীরা। পাশাপাশি এই প্রকল্পের অধীনে যেসব পুকুর কাটা হয়েছে সেখানে মাছ চাষ হচ্ছে অর্থাৎ মাল্টি সেক্টরে উন্নয়ন হয়েছে।
পাশাপাশি কাকলি আরও বলেন, তৃণমূল সরকারের আমলে বাংলা অন্যান্য ভাষাকেও সম্মান দেওয়া হয়েছে। আদিবাসী ভাষাকে সম্মানিত করা হয়েছে। এদিন বিজেপিকে নিশানা করে কাকলি বলেন, বর্তমান সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে শক্তহাতে রাজ্যের হাল ধরেছেম মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে সুশাসন দিয়েছে তৃণমূল কংগ্রেস।
দেখুন!
Be the first to comment