কাকদ্বীপে কালনাগিনী নদীর উপর নির্মীয়মাণ সেতু ভাঙেনি। সেতুটি নুইয়ে পড়েছে। কাকদ্বীপ সেতুভঙ্গ কাণ্ডে নবান্নকে প্রাথমিক রিপোর্টে এমনটাই জানাল সুন্দরবন উন্নয়ন দফতর। বৃহস্পতিবার দফতরের তরফে নবান্নে এই রিপোর্ট জমা দেওয়া হয়।
মাঝেরহাটের রেশ কাটতে না কাটতেই গত ২৪ সেপ্টেম্বর কাকদ্বীপে ভেঙে পড়েছিল নির্মীয়মাণ সেতু। সকাল সাড়ে নটা নাগাদ বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পরে সেতুটি। এরপরই সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা জানিয়েছিলেন, গোটা ঘটনার তদন্ত হবে।
এ দিন নবান্নে মন্ত্রী বলেন, “সেতুটি ভেঙে পড়েনি। নুইয়ে পড়েছে।’ তিনি বলেন, “ওই নির্মীয়মাণ সেতুটির ঢালাইয়ের জন্য তিনটি স্টিলের কাঠামো করা ছিল। ঢালাইয়ের পর কংক্রিট হওয়ার যে নির্দিষ্ট সময়, তার এক সপ্তাহ আগেই কাঠামো খুলে ফেলা হয়। এ ব্যাপারে নির্মাতা সংস্থা, দফতরের কোনও ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেনি। তাদের ইচ্ছে মতো কাজ করেছে। আমরা সুন্দরবন উন্নয়ন দফতরের তরফ থেকে ওই সংস্থাকে চিঠি পাঠিয়েছি।”
২০১৫ সালে এই সেতু তৈরির কাজ শুরু হয়। কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরের লট-৮ এ যাওয়ার সংযোগকারী রাস্তা হিসেবে তৈরি হচ্ছিল এই সেতুটি। বরাদ্দ হয়েছিল ১৪ কোটি টাকা। ২০২১ সালের মকর সংক্রান্তির আগেই সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যেই ঘটে যায় বিপত্তি।
সুন্দরবন উন্নয়ন দফতরের তরফে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে কাজ।
Be the first to comment