প্রাকৃতিক দুর্যোগে উপকূলের কাছে ডুবে গেল একটি ট্রলার, নিখোঁজ বহু মৎস্যজীবী

Spread the love
ফের প্রাকৃতিক দুর্যোগে উপকূলের কাছে ডুবে গেল একটি ট্রলার।  মঙ্গলবার রাত ৮টা নাগাদ লুথিয়ান দ্বীপের কাছে ট্রলার ডুবির পর বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও খোঁজ মিলছে না বহু মৎস্যজীবীর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবহাওয়া অনুকূল থাকায় কাকদ্বীপ মহকুমার বেশ কয়েকটি ট্রলার দু-তিন দিন আগে মাছের সন্ধানে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। কিন্তু হঠাৎই মঙ্গলবার বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে থাকে। সমুদ্রের উত্তাল ঢেউ থেকে বাঁচতে, এদিন রাতেই সব মৎস্যজীবী ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি ফিরে আসেন। কিন্তু উপকূলের কাছাকাছি পৌঁছেও প্রবল ঢেউয়ের ধাক্কায় ডুবে যায় এফবি পারমিতা নামে একটি ট্রলার।
কাকদ্বীপ ফিশারম‍্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, “মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ১টি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। ট্রলারটিতে মোট ১৮ জন মৎস্যজীবী ছিলেন। বেশিরভাগ মৎস্যজীবীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানতে পেরেছি। তবে কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি।” যদিও নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
গত দু মাসে এই নিয়ে তিনবার ট্রলার ডুবির ঘটনা ঘটল। মৃত্যু হয়েছে প্রায় ২০ জন মৎস্যজীবীর। ১৬ জুলাই মাছ ধরতে গিয়ে খারাপ আবহাওয়ায় উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ডুবে যায় তিনটি ট্রলার। নিখোঁজ হয়েছিলেন বহু মৎস্যজীবী। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের দেহ উদ্ধার হলেও এখনও খোঁজ মেলেনি চারজনের।এর আগে ১৩ জুন কেঁদো দ্বীপের কাছে একটি ট্রলার ডুবে যায়। সেই ঘটনাতেও এখনও ১০ জন মৎস্যজীবীর কোনও হদিশ মেলেনি।
এই মৎস্যজীবীদের প্রায় সবাই নামখানা ও কাকদ্বীপের বাসিন্দা। তাই শোক আর আশঙ্কাতো ছিলই। মঙ্গলবারের ট্রলারডুবির ঘটনায় নতুন করে উদ্বেগ গ্রাস করল গোটা তল্লাটকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*