এনআরএস-এর পাশে আছি, এবার মুখ খুললেন কাকলি পুত্র

Spread the love

যেভাবে ২০০ জন দুষ্কৃতীদের দল সরকারি হাসপাতালে প্রবেশ করে একজন ২৩ বছরের ডাক্তারকে কার্যত মেরে ফেলেছিল সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। ২০০ জনের মধ্যে মাত্র ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে সেটাও আশানুরূপ নয়। এনআরএস প্রসঙ্গে মুখ খুললেন কাকলি পুত্র বৈদ্যনাথ ঘোষদস্তিদার। পোস্টটির হেডলাইনে তিনি লেখেন আমি এনআরএস-এর পাশে আছি। গোল্লায় যাক রাজনীতি।

গতকালই এনআরএস ইস্যুতে আন্দোলনকারী ডাক্তারদের সমর্থন জানিয়েছেন ফিরহাদ কন্যা শাব্বা হাকিম। কেপিসি মেডিকেল কলেজের চিকিৎসক শাব্বা নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে প্রতিবাদ জানান। লেখেন, সরকারি ও অধিকাংশ বেসরকারি হাসপাতালের আউটডোর বয়কট করেছেন ডাক্তাররা। কিন্তু জরুরি বিভাগে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। মানবিকতার খাতিরে অন্য পেশার মতো আমরা কাজ বন্ধ করতে পারি না। কিন্তু বাস বা ট্যাক্সি ধর্মঘটও হয়, সেখানে ট্যাক্সি চালক বা বাসচালকরা আপনাকে পরিষেবা দেবেন না, সে পরিস্থিতি যাই হোক।

এই ইস্যুতে পাশে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়। তিনিও এনআরএস ইস্যুতে ডাক্তারদেরই সমর্থন করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*