গণেশ পুজোর বিসর্জন নিয়ে বচসা দু’পক্ষের মধ্যে। যার জেরে উত্তপ্ত হয়ে উঠল কাঁকুলিয়া। এক মহিলাকে কটূক্তি করা নিয়ে ঝামেলার সূত্রপাত ঘটে। বাঁশ, ইট দিয়ে সংঘর্ষ। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করে কসবা থানার পুলিশ।
সূত্রের খবর, ঘটনাস্থল কাঁকুলিয়া জগন্নাথ ঘোষ রোড। শুক্রবার গণেশ পুজোর বিসর্জন নিয়ে ঝামেলার সূত্রপাত ঘটে। অভিযোগ, ৯১ নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর বাবুসোনার লোকজন এখানকার স্থানীয় বাসিন্দাদের উপর হামলা চালায়। সেই হামলার চালানোর পর শুক্রবার একপ্রস্থ ঝামেলা হয় এলাকায়। এরপর শনিবার সন্ধ্যেবেলা আবারও উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।
অভিযোগ, শনিবার সন্ধ্যে নাগাদ পুনরায় বাবুসোনার লোকজন ওই এলাকায় এসে স্থানীয় বাসিন্দাদের উপর হামলা চালায়। বাঁশ, ইট, লাঠি নিয়ে মারধর করা হয় এলাবাসীকে। ভাঙা হয়েছে একাধিক বাড়ির দেওয়ালও। ঘটনায় আহত হয়েছেন ৫ জন। তাঁদেরকে ইতিমধ্যে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি গণেশ পুজোর চাঁদা চাইতে গিয়েছিলাম। ওরা বলল বাবুসোনার কাছ থেকে নেমে। কেন চাঁদা চেয়েছি। সেই কারণে বাবুসোনার লোকজন আমাদের মেরেছে। পুলিশকে অভিযোগ জানিয়েছি। পুলিশ অভিযোগ নেয়নি। বলল কাউন্সিলর এসে অভিযোগ করলে তবে নেওয়া হবে। এরা তৃণমূলের সব পোশা গুণ্ডা।’ যদিও, যার বিরুদ্ধে এই অভিযোগ সেই বাবুসোনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Be the first to comment