মঙ্গলবার কালবৈশাখীর দাপটে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৪

Spread the love

মঙ্গলবার শহর কলকাতা সহ গোটা রাজ্যে আছড়ে পড়লো কালবৈশাখী। এখনও পর্যন্ত কালবৈশাখীর দাপটে মৃত্যু হয়েছে মোট ৪ জনের। এদিন বিকেলের পর রাজ্য সহ তিলোত্তমা জুড়ে নামে ব্যাপক ঝড় বৃষ্টি। সেইসঙ্গে ঝড়ের গতিবেগ ছিলো ৮৪ কিলোমিটার প্রতি ঘণ্টা।

কালবৈশাখীর দাপটে এদিন বিপর্যস্ত হয়ে পড়ে শহর সহ গোটা রাজ্যবাসীর জনজীবন। এদিন ঝড়ের দাপটে শহর কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। যার ফলে তৈরি হয় ব্যাপক যানজট। পাশাপাশি এদিন ঝড় ও বৃষ্টির জেরে ব্যহত হয় মেট্রো রেল পরিষেবা। জানা গিয়েছে, এদিন বিকেলের পর গিরীশ পার্ক থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত চলে মেট্রো।

এদিকে ব্যহত হয়েছে রেল পরিষেবাও। হাওড়া, শিয়ালদহ শাখার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। লাইনে গাছ পড়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় আটকে পড়ে বহু ট্রেন। নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।

প্রসঙ্গত, মঙ্গলবার এমনই পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া দফতর। আর সেইমতোই এদিন রাজ্য জুড়ে তান্ডব চালালো কালবৈশাখী। আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও মঙ্গলবারের এই বৃষ্টি জনসাধারণকে যে অনেকটা হলেও বিপাকে ফেললো তা বলা চলে।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*