লকডাউনের মধ্যেই বুধবার ভূমিকম্পে কেঁপে উঠল বাঁকুড়ার একাংশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১। বুধবার বেলা ১১টা ২৪ মিনিটে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা আচমকাই কেঁপে ওঠে। আবহাওয়া দফতর জানিয়েছে, কেন্দ্রস্থল বাঁকুড়া এলাকায় মাটির ১৫ কিলোমিটার গভীরে। তার জেরে বাঁকুড়া জেলার প্রায় সব এলাকা ছাড়াও পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ ও সংলগ্ন এলাকাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
এবার কয়েকঘন্টার মধ্যেই কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর থেকে। শীতল পশ্চিমি হওয়া ও পূবালী গরম হওয়ার সংঘাতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতায় সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও রয়েছে। তবে, গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে কোন বৃষ্টি হয়নি।
বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস ওপরে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ১৮ থেকে ৯০ শতাংশ ।
Be the first to comment