
রোজদিন ডেস্ক, কলকাতা:- আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ঝড়-বৃষ্টির সতর্কতা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৬০ কিমি বেগে।
শুক্রবার চারটি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জেলাগুলি হলো- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া। এইসব এলাকায় প্রবল ঝড়, বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবারেও বজায় থাকবে দুর্যোগের আশঙ্কা: শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। এরপর বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে।
কলকাতার আকাশ সকাল থেকে পরিষ্কার থাকলেও দুপুরের পর মেঘ জমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। তবে আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
Be the first to comment