
রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিবারও পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গার পূর্বপাড়ে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া, যার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।
ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী রাজ্যজুড়ে মেঘলা আকাশ এবং হালকা বাতাস শুরু হয়েছে, এবং আগামী কিছু সময়ের মধ্যে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এই বৃষ্টির কারণে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি কমে গিয়েছে, ফলে একধরনের শীতের আমেজ ফিরেছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষত মালদহ, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। তবে, সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। তাপমাত্রা দ্রুত বাড়তে শুরু করবে, এবং নতুন সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা আবার ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।
Be the first to comment