ফের রাতের শহরে বেপরোয়া বাইকের গতি। হেলমেটহীন সওয়ারি। তারই বলি হতে হল তিন যুবককে। শুক্রবার রাতে, কালীঘাট ব্রিজের উপর বাসের সঙ্গে বাইকের ধাক্কায় গুরুতর জখম তিন যুবক।
পুলিশ জানিয়েছে, ওই তিন যুবকই মদ্যপ ছিল। তাদের কারওর মাথাতেই হেলমেট ছিল না।
গতকালে রাতে কালীঘাট ব্রিজের উপর রাখাল দাস আঢ্য রোড থেকে কালীঘাটের দিকে দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল ওই তিন যুবক। সেই সময় ব্রিজ থেকে নামছিল একটি বাস। বাঁকের মুখে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বাইকটি সজোরে গিয়ে ধাক্কা মারে বাসটিতে। নিমেষেই দুমড়ে মুচড়ে যায় বাইকটি । তিন আরোহীই ছিটকে পড়ে রাস্তায়।
ওই তিন যুবকের নাম বাসুদেব হালদার (২৪), রাজা মাইতি(২৪) এবং ধনঞ্জয় নস্কর(১৯)। তিনজনেরই বাড়ি টালিগঞ্জের সন্তোষ মুখার্জি রোডে। জখম অবস্থায় তাদের উদ্ধার করে আলিপুরের একটি নার্সিংহোমে নিয়ে যান স্থানীয়েরাই। চিকিৎসকেরা জানিয়েছেন, তিন জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে একজনের ঘাড় ভেঙে গিয়েছে।
‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ নিয়ে প্রচার, কর্মশালা সত্ত্বেও সাধারণ মানুষের মনে সচেতনতা যে এখনও বাড়েনি সেটাই ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাতের কলকাতা। এখনও রাতের শহরে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে সওয়ারি করতে অভ্যস্ত তরুণ প্রজন্ম। হেলমেট তো বলাই বাহুল্য। তার ফলে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গতকাল রাতের ঘটনাও তেমনি একটা উদাহরণ বলা চলে।
Be the first to comment