বেলা বাড়লেই কালীপুজো। তাই এর মধ্যেই কার্যত আগুন হয়ে উঠেছে ফুলের বাজার। কয়েক গুণ বেশি দামে দেদার বিক্রি হচ্ছে জবা, পদ্ম। প্রবল ভিড়ে অবশ্য বোঝার উপায় নেই সেই আগুনের আঁচ, কারণ দাম অনেকটা বাড়লেও ক্রেতার সংখ্যায় কমতি নেই।
সোমবার কলকাতার মল্লিকঘাটের ফুলবাজারে হাজির হয়ে দেখা গেল চড়া দামে বিক্রি হচ্ছে সব ফুল৷ সাধারণ দিনে যে পদ্ম ফুল ৪-৫ টাকা প্রতি পিস হিসেবে কেনা যায়, সেই ফুলই এদিন ১২ পেরিয়ে ১৫ ছুঁয়েছে অবলীলাক্রমে। তবু পড়ে থাকছে না একটাও। কার্যত হটকেকের মতোই বিকোচ্ছে তারা।এক ব্যবসায়ী জানালেন, জবা ফুল ১২০ টাকা বান্ডিল দরে বিক্রি হচ্ছে৷ এক বান্ডিলে ২০০ পিস ফুল রয়েছে৷ অন্য দিন এই বান্ডিলই পাওয়া যায় ৪০-৫০ টাকায়।
শুধু ফুল নয়। সামগ্রিক বাজারেই বিভিন্ন জিনিসের চড়া দাম পুজোর প্রস্তুতিকে একটু সমস্যায় ফেলেছে বৈ কী! ২০ চাকার লরি শহরে ঢুকতে পারছে না, এই অজুহাতে কিছু দিন আগেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিয়েছেন সবজি ও ফলমূল বিক্রেতারা৷। পিছিয়ে নেই মাছ বিক্রেতারাও। এর মধ্যেই জ্বালানির দাম বেড়ে চলছিল বলে জিনিসের দামও আরও বাড়ছিল। বাজারে আপেল, শশা, কলা, শাকালু, শরবতি লেবু, পেয়ারা, বাতাবি লেবুর মতো ফলের দাম আগুন। সাধারণ শশা ৫৫ টাকা কেজি থেকে বেড়ি ৬৫ থেকে ৭৫ টাকা প্রতি কিলো দরে বিক্রি হচ্ছে। আপেলে কিলো প্রতি দাম বেড়েছে অন্তত ১০ থেকে ১৫ টাকা। পেয়ারা ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা প্রতি কিলো হয়েছে৷
সম্প্রতি পরপর কয়েক দিন জ্বালানির দাম কয়েক পয়সা করে কমেছে বলে একটু রাশ পড়েছে এই লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে। তাতেও অবশ্য শেষ রক্ষা পেল না প্রাক কালীপুজোর ফুল বাজার।
Be the first to comment