কালীপুজোয় ধেয়ে আসছে সুপার সাইক্লোন, আশঙ্কা প্রকাশ হাওয়া অফিসের

Spread the love

কালীপুজোতেও আবহাওয়ার খামখেয়ালিপণা। দীপাবলির আগে রাজ্যে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর এবং দিল্লির মৌসম ভবনের তরফে তেমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়েছে, যে কালীপুজোর আগে ফের ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যেতে পারে। বর্ষা বিদায়ের পর কালীপুজোয় সময় নতুন করে নিম্নচাপের চোখরাঙানিতে প্রবল উৎকণ্ঠা দেখা দিয়েছে।

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, ঘূর্ণাবর্ত এখন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং ক্রমশ নিম্নচাপে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর। ২২ অক্টোবর সকালে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ২৩ তারিখ প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। যার সম্ভাব্য ল্যান্ডফল ২৪ তারিখ অর্থাৎ কালিপুজোর দিন হওয়ার প্রবল সম্ভাবনা।

তবে আবহাওয়াবিদরা এই সাইক্লোনের অভিমুখ ঠিক কোন দিকে হবে, তা নিয়ে এখনও নিশ্চিত নয়। তবে অভিমুখ যেদিকেই হোক না কেন, সাইক্লোনের প্রভাব ২৩ অক্টোবর থেকে বুঝতে পারা যাবে এমনটাই আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*