কালীঘাটে বস্তাবন্দি পোড়া টাকা উদ্ধার। জানা গিয়েছে, রবিবার ছুটির সকালে কালীঘাটের মুখার্জি ঘাটে রাস্তার ওপর পড়ে রয়েছে সারি সারি পোড়া টাকা। ১০, ৫০, ১০০, ৫০০ টাকার বাজার চলতি নোটে ভর্তি বস্তা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরের রাস্তার ধারে একটি বস্তা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কাছে গিয়ে দেখতে পারেন, টাকা পুড়ছে। ৫০, ১০০, ৫০০ টাকার নোট! হঠাৎ কেন টাকা পুড়ছে? উত্তর খোঁজার চেষ্টাই করেননি স্থানীয়রা। অনেককে দেখা যায়, আগুন হাত পা দিয়ে চেপে নিভিয়ে নোট সংগ্রহ করতে।
কিন্তু ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। কালীঘাট থানার পুলিশ এলাকা ফাঁকা করে টাকায় জল ঢালে। উঠে আসছে একাধিক প্রশ্ন। খোদ কলকাতার বুকে এ ঘটনা আগে কবে ঘটেছে, তা মনে করতে পারছেন না পুলিশ কর্তারাই। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Be the first to comment