‘কালীঘাটের কাকুর’ অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বাড়ল ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর অন্তর্বর্তী জামিনের মেয়াদ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেয়াদ বাড়ানোর নির্দেশ কলকাতা হাই কোর্ট। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকা এবং শৌচালয় ব্যবহারের ক্ষেত্রে একাধিক শর্ত জারি করেছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ।
এদিন ‘কালীঘাটের কাকু’র স্বাস্থ্য রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে। চিকিৎসক জানান, চলাফেরার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ রয়েছে। ‘কালীঘাটের কাকু’র বাড়ি দখল করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলেই অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে ইতিমধ্যে কলকাতা হাই কোর্টের দ্বারস্থও হন তিনি। এদিন ‘কালীঘাটের কাকু’র আইনজীবী আরও একবার জানান, একই শৌচালয় ব্যবহারের ফলে সুজয়কৃষ্ণ ভদ্র অস্বস্তিবোধ করছেন। এছাড়া চিকিৎসক ছাড়া কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করা হয়।
সুজয়কৃষ্ণের চলাফেরার ক্ষেত্রে অনেক বিধিনিষেধ রয়েছে। তাঁর গতিবিধির উপর নজর রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আর তা নিয়েই ‘কালীঘাটের কাকু’ নানা সমস্যায় পড়েছেন বলে অভিযোগ। সুজয়কৃষ্ণের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলের শৌচাগারে পর্যন্ত ঢুকে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। আর একই শৌচাগার ব্যবহারে অস্বস্তিবোধ করছেন সুজয়কৃষ্ণ। এমনকি সারাক্ষণ এসি চালিয়ে বসে থাকছেন বাহিনীর জওয়ানেরা। এর পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের তরফে জানানো হয়, কোনও ব্যক্তির উপর নজরদারি চালানোর জন্য বাহিনীকে থাকার জন্য জায়গা দিতে হবেই। আশ্রয় সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও দরকার রয়েছে।
এরপরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ‘কালীঘাটের কাকু’র বাড়ির নিচতলার শৌচালয় ব্যবহার করতে দিতে বাহিনীকে। এবং নীচতলাতেই অস্থায়ীভাবে তাঁদের থাকার ব্যবস্থা করতে হবে। গরমে জওয়ানদের জন্য পাখার বন্দোবস্ত করতে হবে। আলাদা করে বসার জায়গাও করতে হবে। সেই সঙ্গে সুজয়কৃষ্ণের বাড়িতে চিকিৎসক, আত্মীয় সহ একজন ব্যাংককর্মীকে আসারও অনুমতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি সুজয়কৃষ্ণের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। মূলত স্বাস্থ্যজনিত এবং মানবিক কারণেই জামিন মিলেছিল। সেইসঙ্গে বেশ কিছু শর্তও দিয়েছিল হাইকোর্ট। আগামী ৩১ মার্চ পর্যন্ত ছিল কাকুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ। কিন্তু গত শুক্রবার জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছিলেন তিনি। আদালতের নির্দেশে বাড়িতে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আচরণ নিয়েও আপত্তি তুলেছিলেন সুজয়কৃষ্ণ। এরপরই সোমবার সুজয়ের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*