বাগডোগরার পর এবার জোড়া খুনে চাঞ্চল্য ছড়ালো কালিম্পঙে। বাড়ির পিছনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল দম্পতির দেহ। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম পূর্ব শেরপা (৭০) ও তাঁর স্ত্রী কুসুম শেরপা (৫৫)।
পেডং এর সাকিউং গ্রামের বাসিন্দা ছিলেন তাঁরা। তাঁদের দুই ছেলেই কর্মসূত্রে বাইরে থাকে। গতকাল সন্ধের পর থেকে খোঁজ মিলছিল না তাঁদের। পরে প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করলে সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। বাড়িতে থাকা সোনা গয়না ও টাকা পয়সা সবকিছুই দুষ্কৃতীরা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
পুলিশের সন্দেহ, ওই দম্পতির খুব পরিচিত কেউই এই খুনের সঙ্গে জড়িত। তাদের খুন করে সর্বস্ব নিয়ে যাওয়ার আগে প্রমাণ লোপাটের জন্য ঘরে রক্তের দাগ পর্যন্ত ধুয়ে ফেলে তারা। এরপর দেহ দুটি ফেলে দিয়ে চলে যায়। দম্পতির দুই ছেলের একজন কলকাতায় থাকেন। অন্যজন থাকেন বিহারে। তাদের খবর দেওয়া হয়েছে।
জুলাই মাসের ২২ তারিখ বাগডোগরায় খুন হয়েছিলেন ক্যাটারিং ব্যবসায়ী অজয় কুশয়াহা (৩৫) ও তাঁর স্ত্রী মীনা কুশয়াহা (৩২)। দু দিনের মধ্যেই এই খুনের ঘটনার কিনারা করে পুলিশ। গ্রেফতার করা হয় তাঁরই সংস্থার এক কর্মী ও তার প্রেমিককে। ধৃত ভূমিকা সেওয়া এবং তার প্রেমিক সঞ্জয় তামাংকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কর্মীদের মাইনে দেওয়ার জন্য বেশ কয়েক লক্ষ টাকা বাড়িতে নিয়ে এসেছিলেন অজয়। আর সেই টাকার কথা জানত ভূমিকা। সেই টাকা চুরি করার জন্যই ভূমিকা এবং তাঁর প্রেমিক সঞ্জয় ওই দম্পতিকে খুন করে।
Be the first to comment