চলে গেলেন শিল্পকর্তা কল্লোল দত্ত। বয়স হয়েছিল ৬৫ বছর। গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কল্লোলবাবুর জন্ম ১৯৫৩ সালের ১০ মার্চ। কলকাতা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে খড়গপুর আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেন তিনি।
বেঙ্গল চেম্বার অব কমার্সের প্রাক্তন সভাপতি কল্লোলবাবু ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত অ্যান্ড্রু ইয়ুলের সিএমডি-র পদে ছিলেন। ভারত ভারী উদ্যোগ নিগমের ম্যানেজিং ডিরেক্টরের পদও সামলেছেন তিনি। তা ছাড়াও ওয়েবফিল লিমিটেডের সিইও পদে দীর্ঘদিন কাজ করেছেন কল্লোলবাবু। টাইড ওয়াটার অয়েল কর্পোরেশনের একজিকিউটিভ চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন। শিল্পমহলে তাঁর অভিজ্ঞতা দীর্ঘদিনের। রাজ্যের শিল্প ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যেতে বরাবরই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের কথা বলেছেন বণিকসভার প্রাক্তন কর্তা কল্লোলবাবু। এক অগ্রণী নেতার ভূমিকায় তাঁকে মনে রাখবে বাংলার শিল্পমহল।
Be the first to comment