প্রথম দুই দফার নির্বাচন সদ্যই শেষ হয়েছে। পঞ্চম দফায় আগামী ১৭ এপ্রিল নির্বাচন কালনায়। তার আগেই নির্বাচনী প্রচারে গিয়ে বাধার মুখে গেরুয়া শিবির। কালনার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু রবিবাসরীয় প্রচারে বেরিয়ে ওমরপুর গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরাই এই বিক্ষোভ দেখিয়েছেন।
পদ্ম শিবিরের অভিযোগ, রবিবার সকালে ওমরপুর গ্রামে প্রচারে যান বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু। সেই সময়ে তৃণমূলের কিছু মদ্যপ নেতা প্রচার আটকে দাঁড়ায়। মুসলিম গ্রামে বিজেপির প্রচার করা যাবে না এমনটাই হুমকি দেওয়া হয়। কয়েকজন কর্মীর উপর হামলাও করা হয় বলে অভিযোগ।
এই হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল। তবে বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু বলেন, ‘সংখ্যালঘুদের গ্রামে বিজেপিকে প্রচার করতে দেবে না বলে হুমকি দিয়েছে তৃণমূলের কিছু মদ্যপ নেতা। ওরাই এসে ষড়যন্ত্র করে প্রচারে বাধা দিয়েছে। ওমরপুরে কেউ বিজেপিকে আটকায়নি। সকলেই সাদরে অভ্যর্থনা জানিয়েছে। কয়েকজন খারাপ মুসলমানের জন্য সকলেই খারাপ এমনটা একদমই নয়।
Be the first to comment