কেউ নির্মাণ শ্রমিক। কেউ বা ঠিকাদার। তা ছাড়াও রয়েছে নানান পেশা। পরিবারের মুখে অন্ন তুলে দিতেই ঘর ছেড়ে ভিন্ রাজ্যে পাড়ি দিয়েছিলেন তাঁরা। কিন্তু, আজ পরবের দিনে সেই মানুষগুলিই বাড়ির ফেরেননি। তাই ঈদের আনন্দ আজ অনেকটাই ফিকে কালনার কালিনগর গ্রামে।
সারা বছরের রোজগার নিয়ে ঈদের দিনে বাড়ি ফিরে আসতেন এই গ্রামের বাসিন্দারা। কিন্তু, কেরলের বন্যায় আটকে থাকার জন্য এই পরবে আপাতত ফিরতে পারছেন না দেড়শোর বেশি মানুষ। কালিনগর গ্রাম তাই আজ নিস্তব্ধ।
গ্রামবাসীদের কথায়, কালিনগর গ্রামের প্রায় দু’শো মানুষ কেরলে মজদুরের কাজে গিয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকেই জলবন্দি হয়ে আটকে পড়েছেন। যোগাযোগ বিচ্ছিন্ন অনেকের সঙ্গেই। টাকা আসা না আসায় চিকিৎসা করাতে পারছেন না তাঁদের পরিবারের লোকজন। গয়না বন্ধক রেখে সংসার চালাচ্ছেন অনেকেই। পরবের দিনেও তাঁদের মুখে নেই হাসি।
অন্যদিকে, জলপাইগুড়ির পাহারপুর চৌধুরী পাড়ার মহিলারা আজ সামিল হলেন ঈদের উৎসবে। এলাকার সব মহিলারা একটি বাড়িতে জড়ো হয়ে শুরু করেন নমাজ পড়া। জানালেন, বানভাসি কেরলের জন্যই ‘দোয়া’ করছেন তাঁরা। বাংলার অনেক রাজ্য থেকেই মানুষজন কেরলে গিয়ে আটকে পড়েছেন। কেউ হারিয়েছেন তাঁর আপনজনকে। তাই সবার জন্যই প্রার্থনা করছেন তাঁরা।
Be the first to comment