আমার সব দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।” সোমবার এমনটাই জানিয়েছেন, নিহত অ্যাপল কর্মী বিবেক তিওয়ারির স্ত্রী কল্পনা তিওয়ারি। এ দিন সকালেই বিবেকের পরিবারের সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় ২৫ মিনিট ধরে তিনি কথা বলেন তাঁদের সঙ্গে।
গত শুক্রবার ২৭ সেপ্টেম্বর লখনৌয়ের গোমতীনগরে পুলিশের গুলিতে মৃত্যু হয় অ্যাপল সংস্থার এগজিকিউটিভ বিবেক তিওয়ারির। বিবেকের মৃত্যুর পর তাঁর স্ত্রী কল্পনা মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখে এক কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছিলেন। কল্পনা আরও বলেন, তাঁকেও চাকরি দিতে হবে। সোমবার যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের পর কল্পনা তিওয়ারি জানিয়েছেন, তাঁদের সব দাবিই মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিনের সাক্ষাতের পর কল্পনা বলেন, “আমি মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছি। উনি সবটাই শুনেছেন। এবং সাহায্যের আশ্বাস দিয়েছেন।”
কী কী দাবি ছিল কল্পনার?
দোষীদের শাস্তি হোক। স্বামীকে হারানোর পর এটাই ছিল কল্পনা তিওয়ারির প্রথম দাবি।মেয়ের পড়াশোনা আর বৃদ্ধা শাশুড়ি মায়ের দেখাশোনার জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন তিনি।কল্পনার আর একটি দাবি ছিল, সংসার চালানোর জন্য তাঁর একটি চাকরি হোক।
ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার বিবেক তিওয়ারির পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে। এ ছাড়াও বিবেকের মেয়ের পড়াশোনার জন্য ৫ লাখ এবং তাঁর বৃদ্ধা মায়ের দেখভালের জন্য ৫ লাখ টাকা দেবে সরকার।
Be the first to comment