রাজ্যপাল জগদীপ ধনকড়কে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি”-এর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। রাজ্যপাল পদ থেকে তাঁকে অপসারণের দাবিও জানান তিনি।
প্রসঙ্গত, একাধিক ইস্যুতে রাজ্য ও রাজ্যপালের মধ্যে সংঘাত লেগেই রয়েছে। রাজ্যপাল অসাংবিধানিক কাজ করে চলেছেন বলে বারবারই অভিযোগ জানিয়েছেন রাজ্যের মন্ত্রীরা। বর্তমানে পাহাড় সফরে রয়েছেন রাজ্যপাল। আর সেখান থেকে বিভিন্ন ইস্যুতে টুইট করে রাজ্য সরকারকে আক্রমণ করে চলেছেন তিনি। এবার রাজ্যপালকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একাধিক তথ্য সহ রীতিমতো সুর চড়িয়ে তিনি বলেন, এই রাজ্যপাল ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন তিনি। অসাংবিধানিক কাজ করছেন। পুলিশের কাজে বাধা দিচ্ছেন। রাজ্য সরকারের কাজে বাধা দিয়ে চলেছেন। রাষ্ট্রপতির কাছে আবেদন তাঁর এই অসংবিধানিক কাজের জন্য তাঁকে পদ থেকে অপসারণ করা হোক।
Be the first to comment