মার্কিন সফরের প্রথম দিনই ভারতের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে বসেন সেদেশের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে। আর সেই বৈঠকেই উঠে আসে পাকিস্তান প্রসঙ্গ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বৈঠকে পাকিস্তানের জঙ্গি যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কমলা। পাশাপাশি ইসলামাবাদের সঙ্গে জঙ্গি সংগঠনগুলির যোগাযোগের উপর বিশেষ নজরদারি চালানো হবে বলেও জানান তিনি। ভারতীয় বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা জানান যে মোদী-কমলা বৈঠকে তালিবান প্রসঙ্গও উঠে আসে।
জানা গিয়েছে, সীমান্ত পারের সন্ত্রাসবাদ কার্যকলাপ প্রসঙ্গে মোদীর সঙ্গে একমন কমলা। এই বিষয়ে শ্রীংলা বলেন, ‘বৈঠকে সন্ত্রাসবাদের বিষয়টি উঠে আসে। ভাইস প্রেসিডেন্ট নিজের থেকেই সেই সময় পাকিস্তানের ভূমিকার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন যে সেখানে সন্ত্রাসী গোষ্ঠী কাজ করছে। তিনি পাকিস্তানকে পদক্ষেপ নিতে বলেছেন যাতে এই গোষ্ঠীগুলি মার্কিন নিরাপত্তা এবং ভারতের নিরাপত্তার উপর প্রভাব না ফেলে।’
মোদী-কমলা বৈঠক প্রসঙ্গে শ্রীংলা আরও বলেন, ‘কমলা হ্যারিস সীমান্ত সন্ত্রাসের সত্যতা মেনে নেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সহমত পোষণ করেন যে সত্যি ভারত বিগত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের শিকার হয়ে এসেছে। এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি পাকিস্তানের সমর্থনকে লাগাম টানার কথাও বলেন তিনি। বিষয়টির উপর নজরদারি চালানোর প্রয়োজনীয়তা সম্পর্কে প্রধানমন্ত্রীর সাথে একমত হন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।’
ভারতীয় বিদেশ সচিব আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলার বৈঠকে উষ্ণতা ও সৌহার্দ্যের প্রতিফলন ঘটে। আলোচনায় সন্ত্রাসবাদের সমস্যা ছাড়াও উঠে আসে কোভিড, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি খাতে সহযোগিতা সহ সাইবার নিরাপত্তা, মহাকাশ সহ বিভিন্ন বিষয়।’
Be the first to comment