ঠান্ডা পানীয়ের কারখানায় অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার লিক করে আতঙ্ক ছড়াল কামালগাজিতে। সোমবার, বিকেলে আচমকা অ্যামোনিয়া গ্যাসের কটু গন্ধে এলাকা ভরে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। গ্যাসের তীব্রতায় ৩ শ্রমিক ও ২ দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।
এদিন, ঠান্ডা পানীয় তৈরির কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে। এলাকায় গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সাইরেল বাজানো শুরু হয়। ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। নরেন্দ্রপুর থানার পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে। একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কর্মীদেরও কারখানা থেকে বের করে নিয়ে আসা হয়। কর্মীদের একাংশ গ্যাস মাস্ক পরে কারখানায় ঢোকার চেষ্টা করেন। একাধিক দমকল কর্মীও অসুস্থ বোধ করেন। অসুস্থদের দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। কোথা থেকে গ্যাস লিক হচ্ছে সেই জায়গা চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে দমকল।
Be the first to comment