রণক্ষেত্র কাঁচড়াপাড়া; তৃণমূলের মন্ত্রীদের ঘিরে বিক্ষোভ বিজেপির, তীব্র নিন্দা করলেন ফিরহাদ হাকিম

Spread the love

জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে ফের উত্তেজনা। কাঁচড়াপাড়ার ঘটনা। রণক্ষেত্র পরিস্থিতি সামলাতে নামলো র‍্যাফ। হলো লাঠিচার্জও। উল্লেখ্য, শনিবার সকালেই জগদ্দলের কাউগাছি পঞ্চায়েতের ২৪ জন সদস্যের সবাই যোগ দিয়ে দিয়েছেন বিজেপিতে। জগদ্দলের তৃণমূল ব্লক সভাপতি সুকুমার চক্রবর্তীও গেরুয়া শিবিরে ভিড়েছেন। খবর পেয়েই তড়িঘড়ি বৈঠক ডাকেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। ঠিক হয় জেলার শীর্ষ নেতারা বৈঠকে বসবেন কাঁচড়াপাড়ার এক তৃণমূল নেতার বাড়িতে। রাজ্যের মন্ত্রী তাপস রায়, সুজিত বসু, বিধায়ক নির্মল ঘোষ, তৃণমূল নেতা মদন মিত্ররা একে একে আসতে শুরু করেন ওই নেতার বাড়িতে।

এদিকে খবর পেয়েই রাস্তায় জমায়েত করে বিজেপি। তৃণমূল নেতাদের রাস্তা আটকে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন তাঁরা। মন্ত্রীদের রাস্তা আটকানোয় লাঠিচার্জ শুরু করে পুলিশ। আসে র‍্যাফও। কাঁচড়াপাড়ার ব্যস্ততম রাস্তা কেজিআর পথ রণক্ষেত্রের চেহারা নেয়।জানাগিয়েছে, তৃণমূলের নেতামন্ত্রীরা কাঁচড়াপাড়ার ওই নেতার বাড়িতেই রয়েছেন। চলছে বৈঠক। কিছুটা দূরে রাস্তায় রয়েছে বিজেপি-র জমায়েতও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

পরে পুলিশি ঘেরাটোপে বেরিয়ে আসেন একে একে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হে কী বললেন ফিরহাদ হাকিম?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*