আবার এফআইআর কঙ্গনার বিরুদ্ধে, এবার মুম্বইয়ে

Spread the love

আবার শিরোনামে কঙ্গনা রানাওয়াত। আবার তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ। এবার মহারাষ্ট্রের বান্দ্রা ম্যাজিস্ট্রেট কোর্ট তার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল সাম্প্রদায়িক উত্তেজনা তৈরী চেষ্টার অভিযোগে। এর আগে কর্নাটকের নিম্ন আদালত তার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছিল।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এবং তার বোন রঙ্গলি চান্দেল টুইট করে হিন্দু এবং মুসলিম শিল্পীদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করেছেন বলে এবার অভিযোগ উঠেছে। এই অভিযোগেই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি চেষ্টার অপরাধে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে কর্নাটকের আদালতের নির্দেশে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। সেখানে অভিযোগ ছিল, এই অভিনেত্রী বিজেপির কৃষি বিলের প্রতিবাদের যে সমস্ত কৃষকরা আন্দোলন করছেন, তাদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করে টুইট করার। আর এবার সরাসরি দুই ধর্মের মধ্যে বিভেদ চেষ্টার অভিযোগে বিদ্ধ হলেন বিতর্কিত এই অভিনেত্রী।

বরাবরই উল্টো সুরে কথা বলার জন্য কঙ্গনা রানাওয়াত বাড়তি খবরের মধ্যে থাকেন। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর তার বাড়তি কথাবার্তার মাত্রাও বেড়ে যায়। সেসময় তিনিই প্রথম সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পিছনে বলিউডের বেশ কিছু প্রভাবশালী অভিনেতার তাকে দমিয়ে রাখার চেষ্টাকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। সেই অভিযোগ এর পরপরই সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে একদিকে মহারাষ্ট্র সরকার, অন্যদিকে মুম্বাই পুলিশের বিরুদ্ধে তিনি লাগাতার ট্যুইট যুদ্ধ শুরু করেন।

এরপরে অনেক বলিউড অভিনেতা -অভিনেত্রী তার পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু যেভাবে অনেক ক্ষেত্রেই এই অভিনেত্রী টুইট করে একের পর এক বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালীদের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক ভাবে তোপ দাগলেন, তাতে অনেকেই আবার তার পাশ থেকে সরে যান। এবার তার বিতর্কিত মন্তব্যের জন্য পরপর এফআইআর-এ আরও স্পষ্ট বিতর্কে কঙ্গনার জড়িয়ে থাকার চেষ্টা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*