জল্পনা সত্যি করে কানহাইয়া যোগ দিলেন কংগ্রেসে

Spread the love

জল্পনা সত্যি করে কংগ্রেসেই যোগ দিলেন সিপিআই নেতা কানহাইয়া কুমার। মঙ্গলবার বিকেলে নয়া দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে অফিসিয়ালি কংগ্রেসে যোগদান করলেন কানহাইয়া। উপস্থিত ছিলেন হার্দিক প্যাটেলও। সুরজেওয়ালা মঙ্গলবার সাংবাদিক বৈঠকে যোগদান প্রসঙ্গে বলেন,”লাগাতার মোদী সরকার, দলিতের বিরুদ্ধে ব্যাপক সংঘর্ষ করেছে। যখন রাহুল ও সোনিয়া গান্ধীর সঙ্গে মিলে একত্রে আওয়াজ তুলবে এই যুব প্রজন্ম।” মঙ্গলবার দুপুরে তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বা এআইসিসি (AICC)-এর সদর দফতরেই কংগ্রেসে যোগদান করেন ৷ তার আগে দেখা করেন কংগ্রেসের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে ৷

কংগ্রেসে যোগ দিয়ে কানহাইয়া সর্বপ্রথমে বিহারের অধ্যক্ষ, কংগ্রেসের নেতাদের ধন্যবাদ জানালেন। তিনি বলেন,”আজ ভগৎ সিং জয়ন্তী। ভগৎ সিং শহীদ-এ-আজম। এই ঐতিহাসিক দিনে ভগৎ সিংকে শ্রদ্ধার্ঘ।” কেন কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া? জানালেন, “আমার মনে হয় এই দেশে কিছু মানুষ শুধু মানুষ নয়, তারা এক একজন ভাবনা। কিছু মানুষ এই ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। আমি কোথাও পড়েছিলাম শত্রুদের বিনাশ করতে। আমি মনে করি এই দেশের কোটি কোটি মানুষের মনে হয় কংগ্রেস না বাঁচলে দেশ বাঁচবে না। দেশে প্রধানমন্ত্রী আসবে যাবে, কিন্তু রাহুল গান্ধীর উপস্থিতিতে আমরা যখন যোগদান করি তখন তিনি আমাদের অনুপ্রাণিত করেন ভগৎ সিংয়ের বীরত্ব, আম্বেদকর সাম্য এবং গান্ধীজির একতার প্রয়োজন। ব্যক্তিকে শেষ করতে পারেন, ধারণাকে নয়। বোম আর পিস্তল দিয়ে কখনও ইনকিলাব আসে না। দেশ ১৯৪৭-এর স্থিতিতে পৌঁছে গেছে। আজ আমরা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে দেশকে বাঁচানোর সময় এসেছে।”

উল্লেখ্য, বিহারের বেগুসরাইয়ে ২০১৯ লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন কানহাইয়া। বিজেপির গিরিরাজ সিংয়ের কাছে পরাজিত হন তিনি। দিল্লির জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ছিলেন। শেষ লোকসভা নির্বাচনের পর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*