আগামী লোকসভা ভোটে বিহারের বেগুসরাই থেকে প্রার্থী হচ্ছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত ছাত্র কানহাইয়া কুমার। তিনি নিজে যে পার্টির সদস্য সেই সিপিআই তাঁকে প্রার্থী করবে বলে স্থির করেছে। সিপিআই নেতারা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের সমর্থন চেয়েছিলেন। লালু জানিয়েছেন, কানহাইয়াকে সমর্থন করতে তাঁর আপত্তি নেই। কংগ্রেস, এনসিপি এবং অন্যান্য বিরোধী দলও তাঁকে সমর্থন করতে তৈরি।
কানহাইয়া কুমারের বাড়ি বেগুসরাইয়ে। তাঁর বাবা কৃষক। মা অঙ্গনওয়াড়ি কর্মী। কানহাইয়া বলেন, বেগুসরাই থেকে ভোটে দাঁড়াতে আমার আপত্তি নেই। কিন্তু দাঁড়াব কিনা তা আমার পার্টিই বলবে। তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি এখন বেগুসরাইয়ের রাজনীতিতে এত সক্রিয় হয়ে উঠেছেন কেন? তিনি বলেন, আমি সারা দেশেই সক্রিয়। যেহেতু বেগুসরাই আমার জন্মস্থান, তাই এখানকার রাজনীতি নিয়ে আমার বিশেষ আগ্রহ আছে।
সিপিআইয়ের বিহার রাজ্য সভাপতি সত্যনারায়ণ সিং বলেন, আমরা বামপন্থীরা চাই, কানহাইয়া কুমার বেগুসরাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করুক। লালুও বলেছেন, এই সিটটি কানহাইয়ার জন্য ছেড়ে দেবেন। কংগ্রেস ও অন্যান্য দলও তাঁকে সমর্থন করবে।
২০১৬ সালে জেএনইউ চত্বরে এক সভায় দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কানহাইয়া কুমার এবং তাঁর দুই সহপাঠী উমর খালিদ ও অনির্বান ভট্টাচার্য গ্রেফতার হন। কিন্তু দুবছর তদন্ত করেও পুলিশ আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি।
Be the first to comment