করোনায় আক্রান্ত গায়িকা কণিকা কাপুর

Spread the love

দিন দিন প্রভাব বিস্তার করছে করোনা ভাইরাস। এবার এই করোনা থাবা বসালো বলিউডে। ভারতে ইকিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ২০৬জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেশি। এবার সেই করোনার গ্রাসে বলিউডের গায়িকা কণিকা কাপুর।

এই মুহূর্তে তিনি আইসোলেশনে আছেন। লখনউতে তাঁর সোয়াব পরীক্ষা করা হয়। শুক্রবার তার রিপোর্ট আসে। সেখানেই তার শরীরে কোভিড১৯-এর উপস্থিথি দেখা যায়।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যাচ্ছে, বেবি ডল খ্যাত এই গায়িকা কিছুদিন আগেই লন্ডন থেকে ফেরেন। কিন্তু তার পরে কোয়ারেন্টাইনে যাননি কণিকা। এর পরে এক পাঁচতারা হোটেলের পার্টিতে উপস্থিত ছিলেন ছিলেন তিনি।কতাঁর শরীরে কোভিড ১৯ পাওয়া যাওয়ার পরেই তাঁর পরিবারকেও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই মুহূর্তে লখনউ এর কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি ৪১ বছরের গায়িকা।

ভারতে তারকাদের মধ্যে প্রথম আক্রান্ত হলেন কণিকা। তবে হলিউডে ইতিমধ্যেই এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অনেকেই। এঁদের মধ্যে রয়েছেন হলিউড সেলেব টম হ্যাংক্স। একটি ছবির কাজে স্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়া গিয়েছিলেন তিনি। সেখানেই করোনায় আক্রান্ত হন তিনি। এই মুহূর্তে সস্ত্রীক কোয়ারেন্টাইনে রয়েছেন টম হ্যাংক্স।

এছাড়াও কোভিড ১৯ পাওয়া গিয়েছে হলিউড সেলেহ ওলগা কুরিলেংকোর শরীরেও। তিনি নিজেই জানান ইনস্টাগ্রামে। এছাড়া রয়েছেন ইদ্রিশ এলবা এবং গেম অফ থ্রোনস-এর দুই অভিনেতা ক্রিস্টোফার হিফজু ও ভারতীয় বংশোদ্ভূত ইন্দিরা বর্মা।

প্রসঙ্গত, ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০৬ তে পৌঁছেছে। মৃত্যু হয়েছে ৫ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*