আজ কানপুরে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। কানপুরের গ্রীনপার্কে পিচ নিয়ে যাই বিতর্ক থাকুক না কেন আজ দুই দলের মধ্যে লড়াই বেশ জমবে। নিউজিল্যান্ড চাইবে এই প্রথম ভারতের মাটিতে কোনো সিরিজ জয় করতে। যদিও কোহলি বাহিনী সহজে হাল ছাড়ার দল নয়। মুম্বাইয়ে প্রথম একদিনের ম্যাচে ভারত হারলেও পুনের দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে ছন্দে ফিরে আসে। ভারতের ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই আগের ম্যাচে ভালো হয়েছে। ভুবনেশ্বর কুমার এবং বুমরাহ পেস জুটি এই মুহূর্তে সেরা বলা যেতে পারে। স্পিন বিভাগে কুলদীপ, চাহাল এবং অক্ষর প্যাটেল ভালোই বল করছে। তবে আজ কুলদীপ বা অক্ষরের মধ্যে বিরাট কাকে খেলায় সেটাই দেখার বিষয়। মিডল অর্ডারে দিনেশ কার্তিক আগের ম্যাচে রান পাওয়ায় মণিশ পান্ডের এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
Be the first to comment