যেখানে নারীদের নিরাপত্তা নেই সেখানে কন্যাশ্রী – রুপশ্রী কোনো মানে হয় না : দেব

Spread the love

 

অমৃতা ঘোষ:-

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সরব এখন গোটা দেশ।
এবার তৃণমূল সাংসদ দেব অধিকারীর গলায় শোনা গেল অন্যরকম সুর। বাংলার কন্যাশ্রী , রূপশ্রী প্রকল্পগুলিকে টেনে তার মুখে বলতে শোনা যায় বাংলার মেয়েদের যদি রক্ষা করাই না গেল তাহলে এই সমস্ত প্রকল্পের কোন মানে হয়না।

প্রায় একমাস হতে চলল সঠিক অভিযুক্তকে কোনরকম শাস্তি দেওয়া হলো না। সেই প্রতিবাদে রাত দখলের আন্দোলন এখনো পর্যন্ত গোটা রাজ্যজুড়ে চলছে। নির্যাতিতার বিচার চেয়ে এখনো পর্যন্ত রাতের কালো অন্ধকারে মোমবাতি প্রজ্জ্বলন করে সকলে এক সুরে বলছেন তিলোত্তমার বিচার চাই।

গতকাল বুধবার এমনই একটি স্মরণীয় দিন হয়ে থাকল কলকাতার বুকে, যেখানে গোটা কলকাতাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হলো এক ঘন্টার জন্য। সেই সময় সকলে সমবেত হয়ে একই সুরে আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে পায়ে পা মিলিয়ে হাঁটলো মোমবাতি জ্বালিয়ে।

এদিন তৃণমূল সাংসদ দেব অধিকারী আর্টিস্ট ফোরামের সমাবেশে এসে রাত দখলের আন্দোলনে অংশগ্রহণ করেন এবং তাকে বলতে শোনা যায় বাংলার রূপশ্রী প্রকল্প , কন্যাশ্রী প্রকল্প এইসব সম্পূর্ণ মূল্যহীন। তাঁর কথায় ফুটে উঠেছে বাংলার তথা সমস্ত রাজ্যের নারীদের প্রতি সম্মান ও নারীদের রক্ষার প্রতি আহবান। তবে দেবের মুখে এ হেন কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের বিরুদ্ধে বলা জনসমক্ষে কিছুটা সাধারণ মানুষকে অবাক করেছে বটে। তবে শুধু কন্যাশ্রী প্রকল্প বা রূপশ্রী প্রকল্পকেই তিনি বলেননি, তিনি কেন্দ্রের বেটি বাঁচাও প্রকল্পকেও বলতে ছাড়েননি। তিনি এও বলেন সব দলকে একত্রিত করে এক বৈঠক বসিয়ে আলোচনায় বসা উচিত। এবং ভাবা উচিত যে কিভাবে দিন প্রতিদিন বেড়ে চলা ধর্ষণ ও হত্যা কাণ্ড নির্মূল করা যায় এবং কিভাবে এই অন্যায়ের বিরুদ্ধে দোষীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া যায় তাড়াতাড়ি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*