কংগ্রেস নেতা কপিল সিব্বালের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ আনলেন কেন্দ্রীয় বস্ত্র ও তথ্য, সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। দিল্লিতে কয়েক কোটি টাকা মূল্যের জমি কম দামে কিনে নেওয়া ছাড়াও সিব্বালের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনেছেন তিনি।
যদিও স্মৃতি ইরানির অভিযোগ, কয়েক কোটি টাকার জমি মাত্র এক লাখ টাকায় কিনেছেন এই কংগ্রেস নেতা। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, সিব্বাল ও তাঁর স্ত্রী যে সংস্থাটির মালিক, সেই সংস্থা গ্র্যান্ড ক্যাসেলো ২০১৩-১৪ অর্থবর্ষে কোনও ব্যবসা করেনি। তবুও ৪৫.২১ কোটি টাকার জমি কিনেছে এই সংস্থা এবং ব্যাঙ্ক থেকে কোনও সুদ ছাড়া লোনও পেয়েছে এই সংস্থা।
তবে স্মৃতির এই অভিযোগ অস্বীকার করেছেন কপিল সিব্বাল। তিনি বলেন, স্মৃতি ইরানি আর্থিক তছরূপের সংজ্ঞাটাই জানেন না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তিনি আরও বলেন, আমি আমার রোজগারের টাকায় সংস্থাটি কিনেছি। নিয়মমতো আয়কর দিয়েছি। আমার কর্পোরেট ট্যাক্সও দেওয়া রয়েছে। পাশাপাশি তিনি স্মৃতি ইরানিকে কটাক্ষ করে আরও বলেন, তিনি সাংবাদিক বৈঠক করলেন অথচ নীরব মোদির সঙ্গে যে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, তা নিয়ে একটি প্রশ্নও তুললেন না?
Be the first to comment