স্মার্ট ফোন কিনলেও এখনও তার ব্যবহার ভালোমতো শেখেননি। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার ইচ্ছা থাকলেও কীভাবে তা তুলবেন বুঝতে পারছিলেন না। অবশেষে উপায় বাতলে দিলেন মোদী নিজেই। প্রধানমন্ত্রী বিষয়টি বুঝতে পেরে নিজেই ফোনটি হাতে নিয়ে সেলফি তুলে দেন। শুক্রবারের রাষ্ট্রপতির ভবনের ঘটনা। প্রধানমন্ত্রী যাঁকে সেলফি তুলতে সাহায্য করেন তিনি মালবাজারের বাসিন্দা পদ্মশ্রী করিমুল হক।
প্রসঙ্গত, শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত ছিলেন করিমুল হক। করিমুল ছাড়াও একাধিক পদ্মশ্রী প্রাপক, আসিয়ান দেশগুলির প্রধানরা ও কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন মনমোহন সিং, রাহুল গান্ধি ও হামিদ আনসারি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে করিমুল সেলফি তোলার অনুরোধ শুনে প্রধানমন্ত্রী রাজি হয়ে যান। কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরও করিমুল তাঁর ফোনটি দিয়ে সেলফি তুলতে ব্যর্থ হন। তখন প্রধানমন্ত্রী করিমুলের হাত থেকে ফোনটি নিয়ে সেলফি তোলেন।
Virus-free. www.avast.com |
Be the first to comment