রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলার বিশেষ একটি প্রকল্পর কথা কিছু দিন আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম দিয়েছিলেন ‘কর্মসাথী’।
এমএসএমই দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়েছে, রাজ্যের ১৮ থেকে ৫০ বছর বয়সের যে কেউ নিজের কোম্পানি স্থাপন করার জন্য রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবে। সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। এতে বলা হয়েছে যে অষ্টম শ্রেণি উত্তীর্ণ যে কেউ আবেদন করতে পারবেন।
Be the first to comment