পুলিস কনস্টেবল নবকুমার হাইত খুনের মামলায় দোষী সাব্যস্ত কুখ্যাত দুষ্কৃতী কর্ণ বেরা ও তাঁর সঙ্গী শেখ রহিম। শনিবার, হলদিয়া মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আশিসকুমার দাস এই রায় দিয়েছেন।
হলদিয়া আদালতের সরকারি আইনজীবী সোমনাথ ভুঁইয়া জানিয়েছেন, ভারতীয় দন্ডবিধির ১৮৬/৩৪, ৩৫৩, ৩৩৩, ৩০২ এবং অস্ত্র আইনের ২৫ ও ২৭ ধারায় দোষী সাব্যস্ত হয়েছে কর্ণ। এই ধারায় সর্বাধিক মৃত্যুদণ্ড বা সর্বনিম্ন যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। অন্যদিকে কর্ণর সঙ্গী শেখ রহিম ভারতীয় দণ্ডবিধির ১৮৬/৩৪ এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্সের ৩ ধারায় দোষী সাব্যস্ত হয়েছে। এক্ষেত্রে সর্বাধিক যাবজ্জীবন বা সর্বনিম্ন ১০ বছরের সাজা ঘোষণা হতে পারে।
গত বৃহস্পতিবার রায় দান স্থগিত থাকার পরে শনিবার কর্ণ বেরাকে আদালতে পেশ করা হয়। এর আগে তার পালিনোর চেষ্টার ঘটনার জেরে এদিন আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। গত বৃহস্পতিবার পুলিসের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আইনজীবীরা। এমনকী পুলিস তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে বলেও অভিযোগ। এরপরেই কর্মবিরতির ডাক দেন আইনজীবীরা। ঘটনার ৪৮ ঘণ্টা পর ফের কর্ণকে আদালতে পেশ করা হয়।
২০১৬-এর ৭ জানুয়ারি রাত ১০টা নাগাদ মহিষাদলের ৪১নম্বর জাতীয় সড়কে পুলিস কনস্টেবল নবকুমার হাইতকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে পালায় কর্ণ বেরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবকুমারের। এই মামলায় পুলিশের পক্ষে সব মিলিয়ে ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামী পক্ষের হয়ে সাক্ষী দিয়েছেন ১ জন সাংবাদিক। সমস্ত সাক্ষ্যই কর্ণ ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে গিয়েছে। যদিও গত ১৩ নভেম্বর এই মামলার শেষ শুনানিতে অভিযুক্ত পক্ষের আইনজীবী কর্ণকে নির্দোষ বলে দাবি করেছিলেন। তবে পুলিসের তরফ থেকে আদালতে পেশ করা প্রমাণপত্র ও সাক্ষীদের বয়ানের ভিত্তিতে এই মামলায় কর্ণ ও তাঁর সঙ্গীকে দোষী সাব্যস্ত করেন বিচারক। সোমবার সাজা ঘোষণা করা হবে।
Be the first to comment