তখতে অবশেষে বিজেপি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ ইয়েদুরাপ্পার

Spread the love

বিশেষ প্রতিনিধি,

ছবি সৌজন্যে-(এএনআই)

বৃহস্পতিবার রাজভবনে সকাল ৯টা নাগাদ ইয়েদুরাপ্পাকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল। অবশেষে ফের ক্ষমতা ফিরে পেল বিজেপি৷ সংসদবিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, ”বৃহত্তম দলকে সরকার গড়ার জন্য ডেকেছেন রাজ্যপাল। আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেব আমরা।”

রাতভর নাটক চলে কর্ণাটকের রাজনীতির অন্দরে৷ বুধবার কংগ্রেসের হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আইনজীবী অভিষেক মনু সিংভি। সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রারের কাছে আবেদন জমা দেন তিনি। আবেদন নিয়ে রাতেই প্রধান বিচারপতির বাসভবনে পৌঁছন অতিরিক্ত রেজিস্ট্রার। রাত ১.৪৫ মিনিটে সুপ্রিম কোর্টে শুরু হয় শুনানি। শুনানিতে কেন্দ্রের তরফে হাজির ছিলেন অ্যাটর্নি জেনারেল একে বেণুগোপাল। দু’পক্ষের সওয়াল শোনার পর ইয়েদুরাপ্পার শপথগ্রহণে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন প্রধান বিচারপতি। তবে ১৫ ও ১৬ মে ইয়েদুরাপ্পা সরকার গঠনের দাবি জানিয়ে যে চিঠি রাজ্যপালকে দিয়েছিলেন তা জমা দিতে বলেছে আদালত। ওই চিঠির সারমর্ম খতিয়ে দেখতে চায় কোর্ট।

২২৪ আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসাবে ১০৪টি আসন পেয়েছে বিজেপি। ২টি আসনে নির্বাচন না হওয়ায় সেরাজ্যে এখন সরকার গঠনের জন্য দরকার ১১২ জন বিধায়কের সমর্থন। ফলে সংখ্যাগরিষ্ঠতা থেকে ৮টি আসন দূরেই থামতে হয় বিজেপিকে। উলটো দিকে সেরাজ্যে কংগ্রেস পেয়েছে ৭৮টি আসন। জেডিএস পেয়েছে ৩৮টি আসন। ফল ঘোষণার পরে কংগ্রেসকে সমর্থন করতে সম্মত হয় জেডিএস৷ যদিও একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিজেপিকেই প্রথমে সরকার গঠনের আমন্ত্রণ জানান রাজ্যপাল বাজুভাই বালা।

তাঁর শাসনকালে রাজ্যে ফের স্বর্ণযুগ ফিরে আসতে চলেছে বলে এদিন টুইট করে বিজেপি৷ তবে এত কিছুর পরেও আশঙ্কা একটা থেকেই যাচ্ছে৷ তা হল মুখ্যমন্ত্রী পদে আদৌও তিনি এবার তাঁর মেয়াদ পুরো শেষ করে উঠতে পারবেন কিনা৷ কেননা অতীত বলছে এর আগে দু’ বার তিনি মেয়াদ শেষের আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন৷ ইয়েদুরাপ্পা দু’ বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন৷ কিন্তু প্রথম বারের মেয়াদ ছিল মাত্র সাত দিন৷ ২০০৭ সালের ১২ নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন ইয়েদুরাপ্পা৷ কিন্তু সাত দিনের মাথায় জেডি(এস) সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়৷ ১৯ নভেম্বর পড়ে যায় সরকার৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*