শুক্রবার বিজেপি নেতা জনার্দন রেড্ডি কংগ্রেস বিধায়ক বাসবন গৌড়াকে প্রলোভন দেখিয়েছেন ফোনে। সেই অডিও টেপ ফাঁস হয়েছিল। যা ঘিরে কর্ণাটকে জোর চাঞ্চল্য তৈরি হয় রাজ্য রাজনীতিতে। কংগ্রেস সরাসরি জানিয়ে দেয়, বিজেপি যে বিধায়ক কেনা-বেচায় নেমেছে তার এই অডিও টেপই প্রমাণ। পাল্টা বিজেপিও জানায়, মিমিক্রি আর্টিস্ট ভাড়া করে অডিও টেপ বানানো হয়েছে।
সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন অডিও টেপ প্রকাশ্যে আনল কংগ্রেস। আর এবার অভিযোগ আরও ভয়ঙ্কর। দাবি করা হয়েছে, কংগ্রেস বিধায়ক বিসি পাটিলকে ফোনে প্রলোভন দেখিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। পদ থেকে শুরু করে অর্থ সবই পাইয়ে দেওয়ার কথা বলেছেন।
যে অডিও টেপ এবার ফাঁস করেছে কংগ্রেস। এবং আগের মতোই হইচই শুরু হয়েছে। কোনও বিধায়ক বা দলীয় নেতা এমনটা করছেন সেটা একরকম। তবে কংগ্রেসের অভিযোগ আরও গুরুতর। খোদ মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তোলা হয়েছে।
কংগ্রেসের দাবি, বিসি পাটিল যখন বাসে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু ফিরছিলেন, তখন এই ফোন করা হয়েছে। ইয়েদুরাপ্পার গলায় যিনি কথা বলেছেন, তিনি পাটিলকে দল বদলালেই মন্ত্রী করার টোপ দেন বলে অভিযোগ। শুনে নেওয়া যাক বিতর্কিত অডিওটি।
Be the first to comment