কর্ণাটক বিধানসভায় এবছর সম্ভবত কিং মেকার-ই হতে চলেছে এইচডি কুমারস্বামীর দল জেডিএস। ভোটের আগে পরে সমীক্ষায় তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। আর ভোট গণনাতেও সেই ট্রেন্ডই প্রাথমিকভাবে উঠে আসছে। জেডিএস ইতিমধ্যে ৩৫টি আসনে এগিয়ে গিয়েছে।
এই আসন ধরে রেখে জিতে যেতে পারলে কুমারস্বামীর দল দরাদরিতে অনেক এগিয়ে যেতে পারবে। ইতিমধ্যে যা ট্রেন্ড তাতে ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে। এক্ষেত্রে তা বাস্তবে হলে বিজেপি-কংগ্রেস দুই দলকেই জেডিএস-এর দিকে তাকিয়ে থাকতে হবে।
আগের ভোটে জেডিএস ৪০টি আসন পেয়েছিল। তবে কংগ্রেস ১২২টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় অন্য কারও সাহায্য প্রয়োজন হয়নি।
তবে এবছর একে অপরকে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে বিজেপি ও কংগ্রেস। দুই দলই সংখ্যাগরিষ্ঠতার আগে থামবে বলে প্রাথমিক ট্রেন্ড। আর তেমনটা হলে কিং মেকারের ভূমিকায় দেখা যাবে জেডিএসকে।
Be the first to comment