২ ঘণ্টা অক্সিজেন নেই, কর্ণাটকে মৃত্যু ২৪ রোগীর

Spread the love

দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত। ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। লাগাতার এই বাড়তি করোনা সংক্রমণের জেরে একেবারে ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য পরিকাঠামো। একাধিক রাজ্যের হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের জোগান নেই। প্রাণবায়ুর অভাবে রোগী মৃত্যু হচ্ছে। সেরকমই আরও একটি মর্মান্তিক ঘটনা কর্নাটকে। ২ ঘণ্টা অক্সিজেনের জোগান থাকায় প্রাণ হারাতে হল ২৪ রোগীকে।

হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, রবিবার রাত ১২টা থেকে ২টো পর্যন্ত অক্সিজেনের জোগান ছিল না। সে কারণেই মৃত্যু হয়েছে রোগীদের। হাসপাতালে চিকিৎসা হচ্ছিল ১৪৪ জনের। তার মধ্যেই অক্সিজেনের অভাবে ২৪ জনের মৃত্যু হয়েছে স্রেফ ২ ঘণ্টায়। মর্মান্তিক ধটনার পর কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন এবং একটি আপদকালীন ক্যাবিনেট বৈঠক ডেকেছেন। সম্পূর্ণ ঘটনার তদন্তের নির্দেশ পেয়েছেন ডিজিপি-আইজিপি প্রবীণ সুদ।

এলাকার সাংসদ প্রতাপ সিমহা জানিয়েছেন, গত রাতে অক্সিজেনের অভাব সংবাদ মাধ্যম মারফত জানতে পারার পর সেখানে ১৫টি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছিলাম। তার আগেও অক্সিজেন পাঠানো হয়েছিল, কিন্তু এতকিছুর পরেও অক্সিজেনের ঘাটতি দেখা দেয় চমারাজনগরে। তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। কংগ্রেস নেতা তথা ওয়ানাদের সাংসদ রাহুল গান্ধী এই ঘটনার প্রেক্ষিতে টুইট করে সরকারকে বিঁধেছেন। তিনি লিখেছেন, “ওনারা প্রাণ হারিয়েছেন না কি খুন করা হয়েছে? আমি পরিবারকে সমবেদনা জানাই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*