অবশেষে কর্ণাটক বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার মুখ্যনির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত এক সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, আগামী ১২ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন এবং ফল প্রকাশ হবে ১৫ মে। এছাড়াও ভোটের গেজেট নোটিফিকেশন জারি করা হবে ১৭ এপ্রিল। নমিনেশন ফাইল করার শেষ তারিখ ২৪ এপ্রিল। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ২৭ এপ্রিল।
এদিন নির্বাচন কমিশন সূত্রে আরও জানানো হয়েছে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৪ কোটি। এবারের নির্বাচনে মোট পোলিং বুথের সংখ্যা হবে ৫৯,৬৯৬ যার মধ্যে ৪৫০ পোলিং বুথের দায়িত্বে থাকবেন মহিলারা। এছাড়াও প্রতিটি বুথে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে, থাকবে ভিভিপ্যাটও। প্রতিটি ভোটারের স্বচিত্র পরিচয়পত্র থাকতেই হবে। প্রতিটি বুথেই একজন করে নির্বাচন নির্দেশক থাকবেন যারা ভোটারদের সাহায্য করবেন।
প্রসঙ্গত, এবারের ভোটে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কংগ্রেস ও বিজেপি। আবারও ক্ষমতায় আসতে ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করেছে কংগ্রেস। প্রচারের কাজে ইতিমধ্যেই বেশ কয়েকবার রাজ্যে এসেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তবে চেষ্টায় এতটুকু খামতি রাখছে না বিজেপি-ও। রাজ্যবাসীর মন জয় করতে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
বলা বাহুল্য, আগামী দেড় মাস সারা দেশের চোখ থাকবে দক্ষিণের এই রাজ্যের দিকে। তবে শেষ হাসি কে হাসবেন? তা সময়ই বলবে।
Be the first to comment