কর্ণাটক বিধানসভা ভোট ছিল গত শনিবার। সেদিন সন্ধ্যা ৬টার পরই সমস্ত স্থানীয় সংবাদমাধ্যম জানিয়ে দিয়েছিল ত্রিশঙ্কু বিধানসভার দিকে যেতে চলেছে কর্ণাটক। একমাত্র চাণক্যর সমীক্ষায় বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দেওয়া হয়েছিল যা মেলেনি। তবে জন কি বাত সমীক্ষা আগের ও পরের ফলাফল মিলিয়ে দিয়েছে।
এদিকে আবার জেডি(এস) নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার পুত্র কুমারস্বামীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন কংগ্রেসের লিঙ্গায়েত সম্প্রদায়ের বিধায়করা। প্রসঙ্গত, জেডিএস নেতা কুমারস্বামীকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে সমর্থন দেওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে কংগ্রেস। সেই প্রস্তাব গ্রহণও করেছে জেডিএস। ফলে সরকার গঠনের দাবিপত্র নিয়ে রাজভবনের দ্বারস্থ হয়েছেন কুমারস্বামীও।
এমন পরিস্থিতিতে তাই কে সরকার গঠন করবে, তা নিয়ে কর্ণাটক-সহ জাতীয় রাজনীতিতে চলছে তুমুল জল্পনা। এরমধ্যেই আবার কুমারস্বামীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন কয়েকজন কংগ্রেস বিধায়ক। ভোক্কালিগা সম্প্রদায়ের কুমারস্বামীকে নিয়ে আপত্তি জানিয়েছেন ওই লিঙ্গায়ত বিধায়করা। উল্লেখ্য, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা লিঙ্গায়ত। ফলে বিদ্রোহের আঁচের নেপথ্যে তাঁর হাত থাকতে পারে বলেও সন্দেহ কংগ্রেসের। সূত্রের খবর, জেডিএসের কয়েকজন বিধায়ক আবার প্রবল কংগ্রেস বিরোধী। তাঁরা চাইছেন বিজেপির সঙ্গে জোট হোক। সবমিলিয়ে কর্ণাটকে এই মুহূর্তে টি-টোয়েন্টির ক্রিকেট।
Be the first to comment