কর্নাটকে আস্থা ভোট ১৮ জুলাই। আস্থা ভোটেই প্রমাণ হয়ে যাবে আদৌ কংগ্রেস-JDS (জনতা দল সেকুলার) জোট সরকারে থাকে কি না। সোমবার বিধানসভায় বৈঠকের পর কংগ্রেসের পক্ষ থেকে সিদ্দারামাইয়া জানান, বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় আস্থা ভোট শুরু হবে।
উল্লেখ্য, গত দু’সপ্তাহে জোট সরকারের মোট ১৮ জন বিধায়ক ইস্তফা দিয়েছেন। শুধু তাই নয়, গত বছর মে মাসে সরকার গঠনের পর থেকেই জোট ছিল নড়বড়ে। এর আগে, গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা ভোটের ডাক দেন এবং জানান, তাঁর সরকার স্থিতিশীল। কুমারস্বামী আরও বলেন, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। কেন আমি ভয় পাব ?
সিদ্দারামাইয়াও পাশে ছিলেন কুমারস্বামীর। তিনি বলেন, আমরাই জিতব। আজ সকালে বিজেপি নেতৃত্ব অনাস্থা প্রস্তাব পেশ করে। আজ সকালে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে বিজেপি।
Be the first to comment