কর্নাটকে বিধায়কদের অপহরণের অভিযোগ তুলে শুক্রবার লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দিলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায়। জানা গিয়েছে, এদিন কংগ্রেসের এক সাংসদও লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দেন।
প্রসঙ্গত, গত দু’সপ্তাহে কর্নাটকে জোট সরকারের মোট ১৬ জন বিধায়ক ইস্তফা দেন। এর মধ্যে কংগ্রেসের ১৩ জন ও জেডিএস-এর ৩ জন। আবার দু’জন নির্দল বিধায়ক জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছেন। ১৬ জনের ইস্তফা গৃহীত হলে তাহলে ২২৫ আসন বিশিষ্ট বিধানসভায় জোটের ম্যাজিক ফিগার হবে ১০৫। আবার জোটের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে ১০০। অন্যদিকে দুই নির্দল বিধায়কেরও সমর্থন সহ বিজেপির হাতে আছে ১০৭ জন বিধায়ক।
এর মধ্যে, বুধবার সুপ্রিম কোর্ট রায় দেয়, বিক্ষুব্ধ বিধায়কদের আস্থাভোটে যোগ দেওয়ার জন্য বাধ্য করা যাবে না। বিজেপির দাবি, এর ফলে তাদের হাত মজবুত হল। কিন্তু, গতকাল তুমুল হট্টগোলের জেরে বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। ফলে আস্থাভোট হয়নি। আজও সেই নাটক অব্যাহত। ইতিমধ্যে লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দেয় তৃণমূল ও কংগ্রেস ।
উল্লেখ্য, লোকসভায় মুলতুবি প্রস্তাব গৃহীত হলে দৈনন্দিন বিষয় সরিয়ে রেখে জনস্বার্থে গুরুত্বপূর্ণ কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় ।
Be the first to comment